Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুমিল্লায় গাঁজা পাচারকালে ২ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুরে অভিযান চালিয়ে দাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন, কুমিল্লার

সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত. বাচ্চু মিয়ার ছেলে মোঃ শরীফ (২৭) ও চান্দিনা উপজেলার হারং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২০)।

এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শনিবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন