Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

বরুড়ায় ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার :
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

 কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রাব্বিকে (২৭) আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বাজারে আকতার এর অটো পার্টসের দোকানের ভিতর থেকে এসব মাদকসহ

একজনকে আটক করে থানা পুলিশ। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, বড়ুরা উপজেলার দেওয়ান নগর মিয়াজী বাড়ীর মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ রাব্বি(২৭)। অপরদিকে পলাতক দুই আসামিরা হলেন আকতার হোসেন ও মাহে আলম।

থানা পুলিশ সূত্র জানায়, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন এর নির্দেশনায় এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ আরিফুল মাওলা, এএসআই মোঃ ওয়াহিদুল করিম, এএসআই আব্দুল মোতালেবসহ একটি ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন যাবত বরুড়া থানার খোশবাস ইউনিয়নসহ আশপাশের এলাকায় পলাতক সহযোগী আকতার হোসেন (৩০) ও মোঃ মাহে আলম প(৩৬) মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

এ ঘটনায় বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন