Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় বেতন ভাতার দাবীতে ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
২০ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা ইপিজেডস্থ  নাসা ডেনিম লিমিটেড ও নাসা স্পিনারস এন্ড গার্মেন্টস লিমিটেডে এবং নাসা সুপ্রিম ওয়াশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ তাদের চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।


রোববার ( ৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় এ কর্মসূচি পালন শুরু করে শ্রমিকরা।


উক্ত কর্মসূচিতে

নাসা ডেনিম লিমিটেড ও নাসা স্পিনারস এন্ড গার্মেন্টস লিমিটেডে এবং নাসা সুপ্রিম ওয়াশে কর্মরত আনুমানিক  ১৫০/২০০ শ্রমিক অংশগ্রহণ করে। 


পরবর্তীতে বেপজা কর্তৃপক্ষ, নাসা কর্তৃপক্ষ, আইসি ইপিজেড ফাঁড়ী, শিল্প পুলিশ, এবং শ্রমিক প্রতিনিধি সহ আলোচনায় বসে সিদ্ধান্ত হয় যে, ৬  অক্টোবর তাদের আগস্ট মাসের বেতন পরিশোধ করবেন এবং সেপ্টেম্বর/২৫ ইং মাসের বেতন ২৬ অক্টোবর পরিশোধ করবেন এই মর্মে নাসা কর্তৃপক্ষ লিখিত নোটিশ প্রদান করলে শ্রমিকরা তাদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে বিকেল সোয়া ৩ টায় ইপিজেড ত্যাগ করে।

২০ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন