Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা প্রেসক্লাবে পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাবে পালিত হলো পহেলা বৈশাখ। দিবসটি উপলক্ষে পান্তা ভাত-ইলিশের আয়োজন , পাশাপাশি আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা

জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতি: পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতি: পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।


আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকগণ তাদের পরিবারসহ পান্তা ভাত ও ইলিশের আয়োজনে অংশগ্রহণ করেন। তারপর কুমিল্লা প্রেসক্লাবের  নির্বাহী সদস্য দিলীপ মজুমদারের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, নির্বাহী সদস্য দিলীপ মজুমদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুৃব। এছাড়া টেলিভিশন ও বেতার এবং উপজাতি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

 

পহেলা বৈশাখের  এ আয়োজনে  অংশগ্রহণ  করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি  রফিকুল ইসলাম, এটিএন বাংলার রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সহকারি মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, দৈনিক ভোরের সূর্যোদয়ের  প্রধান সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ও এনসিপি নেতা আবু রায়হান, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, সাপ্তাহিক গোমেতী সংবাদের প্রধান সম্পাদক  মোবারক হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মহিউদ্দিন মোল্লা, নির্বাহী সদস্য মামশাদ কবির, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন কনক, প্রচার-প্রকাশনা সম্পাদক এন কে রিপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, পাঠাগার সম্পাদক  জামাল উদ্দিন দামাল, বাসস ও নাগরিক টিভির প্রতিনিধি  দেলোয়ার  হোসেন আকাঈদ, দৈনিক বাংলার আলোড়নের  বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, রিপোর্টারস ইউনিটির  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী,  দৈনিক কুমিল্লার কাগজের রিপোর্টার  কাজী শামীম, মাই টিভির প্রতিনিধি আবু মুসা,  ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের  সাধারণ সম্পাদক শাহ ইমরান, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, এনটিভির প্রতিনিধি মাহফুজ নান্টু, ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, চেতনায় একাত্তরের সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাসরিন আক্তার, দৈনিক পূর্বাশার সিনিয়র ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা, আলোকিত কুমিল্লার সম্পাদক  সাইফুল সুমন, দৈনিক রুপসী বাংলার রিপোর্টার ফারুক আজম, এটিএন নিউজের প্রতিনিধি আনোয়ার হোসেন, জাগরণী টিভির  প্রতিনিধি  আশিকুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, নিউজটোয়েন্টি ফোর টিভির  প্রতিনিধি  এইচ এম মহিউদ্দিন, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো: আলাউদ্দিন ও ম্যাক রানা, জিটিভির  উত্তর প্রতিনিধি  মাইনুদ্দিন, দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভূইয়া, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল, বাংলা টিভির প্রতিনিধি  আরিফ মজুমদার, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার  হাবিবুর রহমান মুন্না, আমোদের রিপোর্টার মো: শরীফ, সাংবাদিক মাহিন, মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক ইয়াছিন, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব নিখিল, বার্তা টোয়েন্টি ফোরের প্রতিনিধি  রাফি, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সিনিয়র সহ সভাপতি এমদাদ , সাংবাদিক কামরুজ্জামান জনি, আনন্দ টিভির প্রতিনিধি  মিজানুর রহমান মিনু, ফটো সাংবাদিক শ্যামল বরুয়া, দৈনিক নয়া দিগন্তের ডিজিটাল প্রতিনিধি  মুনতাসিরসহ আরো অনেকে।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন