Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার বিবিরবাজারে বিজিবির উদ্যোগে অসহায়দের মাঝে ২৫০ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিজিবির উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার ব্যবস্থাপনায় ত্রাণ হিসেবে ৮০০টি কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণের অংশ হিসেবে দ্বিতীয় দফায়  কুমিল্লা সদরের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়-দু:স্থ্যদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র উপ- শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার সাধারণ-সম্পাদিকা সাবিহা জান্নাত পুরবী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া

ইসলাম এবং ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার।
 
রবিবার (২৭ নভেম্বর)  দুপুর ১ টায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয় ।

উল্লেখ্য  যে, উপ- শাখা সীপকস ( সেক্টর), কুমিল্লার পক্ষ হতে গত ২৬ নভেম্বর সদরের কালীর বাজার নার্গিস আফজল বহুমুখী কারিগরি কলেজ প্রাঙ্গনে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে এবং আগামী ২৯ নভেম্বর সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী দুঃস্থ্ মানুষের মাঝে আরো ২৫০টি কম্বল বিতরণ করা হবে।




২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন