Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লার জগনাথপুরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগে মিলনের বিরুদ্ধে মা ও ভাইয়ের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




 কুমিল্লা  সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকায় জমি দখলের চেষ্টা ও পারিবারিক সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে মৃত তালেব আলীর বড় ছেলে মীর হোসেন মিলনের বিরুদ্ধে।


বুধবার (৯ এপ্রিল) বিকেলে বাড়াপাড়ায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন মৃত তালেব আলীর ছোট সন্তান কামরুল হাসান কাজল।

এ সময় উপস্থিত ছিলেন মিলনের বড় ভাই নুরুল ইসলাম, ছোট ভাই সাদ্দাম, ছোট ভাই এমরান হোসেন ও মা দেলোয়ারা বেগ ম। 


সংবাদ সম্মেলনে কাজল বলেন, "আমার বাবা তালেব আলী মারা যাওয়ার পরে বড় ভাই মিলন বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আমার মায়ের কাছে টাকা ধার চায়। মা টাকা দিতে পারে নাই।পরে মা আমাদের পৈতৃক সম্পত্তি সাড়ে ৩১ গন্ডি বিক্রি করে বড় ভাইকে ইতালি পাঠান।ইতালিতে পাড়ি জমানোর পরে মায়ের সাথে শর্ত ছিলো যে, ইতালিতে তিনি সেটেল হয়ে বিক্রি করা জমি সম পরিমাণ কিনে দিবে মাকে।কিন্ত তিনি তা না করে উল্টা মায়ের সাথে কোন যোগাযোগ রাখেননি দীর্ঘ প্রায় অনেক বছর।মায়ের ভরণপোষণ তো দূরের কথা একটু খোঁজ খবর ও নেন নি তিনি।


তিনি আরও বলেন,পারিবারিক বিষয়ে  আমাদের তিনি (বড়ভাই) হিসেবে আমাদের সবার সাথে না বসে আশপাশের লোকজনের সঙ্গে বসে অযৌক্তিকভাবে আমার মা ও আমাদের তিন ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।


তিনি আরও অভিযোগ করেন, আমার বাবার পৈতৃক সম্পওি তিনি নিজে নিয়েছেন পাশাপাশি আরো ২ ডাবল বেশি নিয়েছেন। তিনি এখন আবার গায়ের জোরে সম্পত্তির একচ্ছত্র মালিক হতে চাইছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার কয়েকজন প্রতিবেশীও, যারা মিলনের বিরুদ্ধে এমন কার্যকলাপের সত্যতা স্বীকার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ বিষয়ে কাজলের বড় ভাই নুরু মিয়া জানান, মিলনের আচরণ ও কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই সন্দেহজনক। পরিবারে বিরোধ থাকলেও তা মীমাংসার পথ না খুঁজে মিলন প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করছেন।


এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন