ফাইল ফটো
দলীয় সাংগঠনিক শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি এ. কে. এম. শফিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন।
৩ মে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন স্বাক্ষরিত এক পেইডে এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি
সমন্বয়হীনতার অভিযোগে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের পরামর্শে চলতি বছরের ২৬ জানুয়ারি স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত ৭ জনকে নিয়ে সমন্বয়ে কমিটি করার কথা বলা হয় এবং গত ৭ ফেব্রুয়ারি সম্মেলনে নির্বাচিত ৬ জন ব্যতীত বাকী কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। কিন্তু আপনি সমন্বয়ের প্রয়োজনীয় ব্যবস্থা না করে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন এবং আগামী ৬ মে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করেছেন। আপনার বিরুদ্ধে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানিয়ে আগামী ৭ সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য এবং ৬ মে ডাকা কার্যনির্বাহী কমিটির সভা স্থগিত করার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হলো।
২২ দিন আগে
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫