বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম ফাইনালিস্ট নির্ধারণ করার লক্ষ্যে মাঠে নেমেছে দুই টপ ফেভারিট সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (১২ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতেছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টসে জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা শিবির।
ফাইনালে
এদিকে এই ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে সিলেট স্ট্রাইকার্সও। দলটিতে আজ বিদেশি রিক্রুট হিসেবে মাঠে নেমেছেন ইসুরু উদানা, শফিকুল্লাহ গাফারি, জর্জ লিন্ডেরা।
এবারের বিপিএলের প্লে-অফের আগে পর্যন্ত সবচেয়ে সফল দল হচ্ছে কুমিল্লা এবং সিলেট। দুই দলই সমান ৯ জয় নিয়ে প্লে-অফ খেলতে এসেছে। এরমধ্যে কুমিল্লা তো নয় জয়ের প্রত্যেকটি পেয়েছে টানা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, শফিকুল্লাহ গাফারি, ইসুরু উদানা, তানজিম হাসান সাকিব, রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, জনসন চার্লস।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫