Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার :
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা সদর দক্ষিণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে প্রাণ কোম্পানীর ডিপোর সামনে থেকে ১০০ কেজি গাঁজা ও একটি হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


মঙ্গলবার (২৮ মার্চ)  কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর থেকে ১০০ কেজি গাঁজা ও ঢাকা-মেট্রো-চ-১৩-৫৯৩২ রেজিঃ নাম্বারের কালো রংয়ের হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে গাড়িটি তল্লাশী করে গাড়ীর ভিতরে হতে ১ শত কেজি গাঁজা উদ্ধার ও হাইস গাড়ীর ড্রাইভার এবং তার সহযোগী ১জনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম থানাধীন কাঠঘর গ্রামের জাকির হোসেনের  ছেলে মোঃ নজির (২৩), অপরজন একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আলী মর্তুজা ফাহাদ (২৩)।


এ ঘটনায় এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

 মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন