কুমিল্লা সদর দক্ষিণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে প্রাণ কোম্পানীর ডিপোর সামনে থেকে ১০০ কেজি গাঁজা ও একটি হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর থেকে ১০০ কেজি গাঁজা ও ঢাকা-মেট্রো-চ-১৩-৫৯৩২ রেজিঃ নাম্বারের কালো রংয়ের হাইস গাড়ীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম থানাধীন কাঠঘর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ নজির (২৩), অপরজন একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আলী মর্তুজা ফাহাদ (২৩)।
এ ঘটনায় এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।
মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫