কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়ে হাজেরা আক্তারের (৪) গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যার পর জান্নাত (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুরের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জান্নাত ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবু কালামের স্ত্রী।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ওসি বিল্লাল হোসেন বলেন, প্রাথমিক
নিহত জান্নাত আক্তারের মা, বাবা ও পরিবারের দাবি, জান্নাতের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন জান্নাতকে নির্যাতন করতেন। জান্নাত তাদের নির্যাতন সইতে না পেরে নিজের সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করেন। তারা পুলিশের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কামনা করেন।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫