Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা

কুবিতে নতুন সদস্য নিয়ে এগোচ্ছে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’

কুবি প্রতিনিধি:
২ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’র উদ্যোগে চলছে ‘প্রতিবর্তন সাংগঠনিক সপ্তাহ ও কর্মশালা’ কার্যক্রম। আজই শেষ হলো সদস্য সংগ্রহ‚ দু-দিনব্যাপী চলবে নবীনদের নিয়ে কর্মশালা। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সদস্য সংগ্রহের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। জানা যায়‚ নবীন সদস্যদের মাঝে সামনের দু-দিনব্যাপী চলবে কণ্ঠসংগীত‚ আবৃত্তি‚ চিত্রাঙ্কন‚

নৃত্য‚ যন্ত্রসংগীত‚ মঞ্চসজ্জা‚ ব্যবস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক কর্মশালা।


এ বিষয়ে প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন‚ ‘প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন। আমরা নিজস্ব অর্থায়নে ক্যাম্পাসে প্রতিবছর ‘নবান্ন উৎসব’ ও ‘বসন্ত উৎসব’ নামের দুটি অনুষ্ঠান পরিচালনা করি। এ ছাড়াও প্রতিটি অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ থাকে।’ 


তিনি আরও বলেন‚ ‘আমাদের সদস্য সংগ্রহের কার্যক্রম আজ শেষ। সামনের দু-দিন ব্যাপী চলবে নানান বিষয়ে কর্মশালা। এ ছাড়াও আমরা প্রতি দুই মাস অন্তর-অন্তর তাদের নিয়ে কর্মশালার আয়োজন করবো।

২ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন