কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ক্লাবের আয়োজনে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ নাট্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল (৯ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সম্মানিত
শিক্ষক এনএম রবিউল আউয়াল চৌধুরী। তিনি তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের থিয়েটারের মৌলিক ধারণা, অভিনয়ের নানান কৌশল ও নাট্যকলার গুরুত্বপূর্ণ দিকসমূহ সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান প্রদান করেন।কর্মশালায় বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। থিয়েটার ক্লাবের কমিটির সদস্যদের আন্তরিক সহযোগিতায় কর্মশালাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৃজনশীল দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে অনুপ্রাণিত হয়।
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রাহিম বলেন, "থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতি বছর নবীনদের জন্য নাট্য কর্মশালার আয়োজন করে। এর মাধ্যমে নতুনদের থিয়েটারের সঙ্গে যুক্ত করা এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।"
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫