Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

কুবি বিএনসিসি ক্যাডেটদের ব্যান্ড প্রশিক্ষণে সনদ অর্জন

কুবি প্রতিনিধি:
১৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো





বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের একদল ক্যাডেট সম্প্রতি ব্যান্ড প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল ইসলাম।


গত ১২ মে শুরু হয়ে ১৮ দিনব্যাপী চলা এই বিশেষ প্রশিক্ষণ আয়োজন করে বিএনসিসি ময়নামতি

রেজিমেন্ট সদর দপ্তর। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় কুমিল্লা সেনানিবাসে, যেখানে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্যাডেটদের বাদ্যযন্ত্র বাজানো, ব্যান্ড পরিচালনা এবং শৃঙ্খলা ও দলগত কর্মকাণ্ডের বিভিন্ন কৌশল শেখানো হয়।


এই কোর্সে পুরো রেজিমেন্ট থেকে মাত্র ২৫ জন ক্যাডেট নির্বাচিত হওয়ার সুযোগ পান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন ক্যাডেটের অন্তর্ভুক্তি ছিল এতে, যা কুবি প্লাটুনের জন্য একটি গর্বের বিষয়। প্রশিক্ষণ চলাকালে কুবি ক্যাডেটদের নেতৃত্বে ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।


এ বিষয়ে কুবি বিএনসিসি প্লাটুনের সিনিয়র আন্ডার অফিসার (সিইউও) মো. তালহা জুবায়ের বলেন, "রেজিমেন্ট সদর দপ্তর কর্তৃক আয়োজিত এই বিশেষ ব্যান্ড প্রশিক্ষণ কোর্সে পুরো রেজিমেন্টের মধ্যে মাত্র ২৫ জন ক্যাডেটকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরই ৫ জন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাদ্যযন্ত্র বাজানোসহ ব্যান্ড পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়েছে, যা আমাদের প্লাটুনের অর্জনকে আরও সমৃদ্ধ করেছে।"

১৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন