মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে তল্লাশি চালানো হয়েছে। বহিরাগতদের অবস্থানের খবরে সোমবার (২০ মার্চ) রাত ১২টার দিকে এ অভিযান চালিয়েছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। এ সময় বিভিন্ন কক্ষ থেকে সাত বহিরাগতকে আটক করা হয়েছে। তারা অধিকাংশই ভর্তিচ্ছু শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযানে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ও প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল
আটকৃতরা হলেন মিজবাহুল হাসান, তানভীর হাসান, আবু সাঈদ, মো. ইব্রাহিম, মো. মুজাহিদ, মাজহারুল ইসলাম, লিংকন ও মাহফুজ। তারা অধিকাংশই ভর্তিচ্ছু বলে জানা গেছে। তাদের বের হয়ে যেতে সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে কেউ অবস্থান করলে পুলিশে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন বলেন, বহিরাগত থাকার বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগের পর প্রক্টরিয়াল টিমকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়েছে। বহিরাগতদের দ্রুত হল ত্যাগ করতে বলা হয়েছে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদেরও বের হয়ে যেতে হবে।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, হল প্রশাসনকে সহযোগিতা করতে এ অভিযান। কয়েকজনকে ধরা হয়েছে। হল প্রশাসন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। হল বহিরাগত ও অছাত্রমুক্ত করতে পারলে বৈধ শিক্ষার্থীদের বারান্দায় কিংবা গণরুমে থাকা লাগবে না।
৯ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫