ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বর্তমানে এই বোর্ডের অধীনে ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর। গত বছরের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর মাত্র ৮ মাসের মধ্যে তিনি দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। এই সফলতার পেছনে গম্ভীরের অবদান অপরিসীম। কিন্তু প্রশ্ন হলো, বিসিসিআইতে চাকরি করে গম্ভীর কত টাকা বেতন পান?
রাহুল
দ্রাবিড়ের পর গত বছরের ৯ জুলাই গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। যদিও তখন তার বেতন কত হবে তা প্রকাশ্যে জানানো হয়নি। তবে ক্রিকেটপ্রেমীদের এই বিষয়ে আগ্রহ ছিল শুরু থেকেই। সম্প্রতি ভারতের বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট অ্যাসেনড্যান্টস গম্ভীরের বেতন ও অন্যান্য সুবিধা সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে।ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন ১৪ কোটি রুপির বেশি, যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের তালিকায় স্থান দিয়েছে। এর আগে রাহুল দ্রাবিড় বছরে ১২ কোটি রুপি বেতন পেতেন। শুধু বেতনই নয়, গম্ভীর আরও নানা ধরনের সুবিধা পান। যেমন, বিদেশ সফরে তিনি দৈনিক ২১ হাজার রুপি ভাতা পান। এছাড়াও, উড়োজাহাজে বিজনেস ক্লাসের টিকিট, বিলাসবহুল হোটেলে থাকা, লন্ড্রি খরচ এবং অন্যান্য লজিস্টিক সুবিধাও তার জন্য বোর্ড বহন করে। এছাড়াও, বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জিতলে পারফরম্যান্স বোনাসও পাবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই বোনাসও তার পাওনা।
অ্যাসেনড্যান্টসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বোনাসের বিষয়টিও যুক্ত আছে। এই বোনাসগুলো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ-এর মতো বড় টুর্নামেন্টে দলের সাফল্যের ওপর নির্ভর করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর খুব শিগগিরই এই বোনাসের পরিমাণ জানতে পারবেন গম্ভীর এবং দলের অন্যান্য সদস্যরা।
সর্বোপরি, গৌতম গম্ভীর শুধু উচ্চ বেতনই পান না, বরং নানা ধরনের সুযোগ-সুবিধা এবং পারফরম্যান্স বোনাসের মাধ্যমে তার আয় আরও বৃদ্ধি পায়। এই সমস্ত সুবিধা তাকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পারিশ্রমিকপ্রাপ্ত কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫