Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ২০, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আতিক মাহবুব তানজিম, মাভাবিপ্রবি:
৪ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫
# ফাইল ফটো



সাম্প্রতিক সময়ে কক্সবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন জুলাই যোদ্ধাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 


মিছিলটি ১৫ জুলাই(মঙ্গলবার) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু

হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হল চত্বরে এসে শেষ হয়। মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকান্ড ও ছাত্রদল তথা গোটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


এ সময় বক্তারা বলেন, “কক্সবাজারে বিএনপির নেতাকে হত্যা করে জামায়াত তাদের কুখ্যাত চেহারা আবারও প্রকাশ করেছে। এই বর্বরতা শুধু একজন নেতার ওপর নয়, বরং গোটা গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা।" 


এছাড়াও বক্তারা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বট বাহিনী কর্তৃক সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।


ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীসহ ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

৪ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন