Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

সন্তান জন্মের মাস পেরোতেই নেইমারের সঙ্গে ‘বিচ্ছেদ’ বিয়ানকার্দির

স্পোর্টস ডেস্ক:
২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

গত মাসের ৭ অক্টোবর কন্যা সন্তানের বাবা-মা হন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। তবে সন্তান জন্মদানের মাস পেরোতেই এই দুজন আনুষ্ঠানিকভাবে দাম্পত্যজীবনের ইতি টেনেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ডেইলি মেইল ও গোল ডটকম।

বিগত কয়েক সপ্তাহ ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। এরই মধ্যে এল বিচ্ছেদের এই খবর।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের

একটি স্টোরিতে বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করে বিয়ানকার্দি লিখেছেন, ‘এটি একটি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রায়ই যেহেতু আমাকে ঘিরে সংবাদ, জল্পনা ও হাস্যরস হচ্ছে, তাই আমি আপনাদের জানাতে চাই যে আমি কোনো সম্পর্কের মধ্যে নেই।’

বিয়ানকার্দি আরও লেখেন, ‘আমরা মাভির (সন্তান) বাবা-মা এবং এটাই আমাদের সম্পর্কের কারণ। আমি আশা করি আপনারা আমাকে এত ঘন ঘন বিভিন্ন সংবাদের সঙ্গে যুক্ত করবেন না।’

বিগত সময়ে বেশ কয়েকবার বিয়ানকার্দির সঙ্গে নেইমার প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই বছরের শুরুতে একটি স্প্যানিশ নাইটক্লাবে দুই নারীর সঙ্গে নেইমার পার্টি করেছেন, সেই ফুটেজ আছে।

এমনকি একটি প্রতিবেদনে দাবি করা হয়, নেইমারের সঙ্গে শারীরিক সম্পর্কের ব্যাপারে একটি চুক্তি আছে বিয়ানকার্দির। যা নেইমারকে অন্য নারীদের সঙ্গ নেওয়ার বৈধতা দেয়। আরও অদ্ভূত ব্যাপার হলো, সেই চুক্তি অনুযায়ী, নেইমার নাকি অন্য মেয়েদের মুখে চুমু দিতে পারবেন না এবং যৌনমিলনের সময় কনডম ব্যবহার করতে হবে ও সম্পর্কের বিষয়টি গোপন রাখতে হবে।

আরও অভিযোগ আছে, ব্রাজিলের ‘অনলিফ্যানস’ তারকা এলিন ফারিয়াসের কাছে নগ্ন ছবি চেয়েছেন নেইমার। এছাড়া গত জুনে ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসায় বিয়ানকার্দির কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার।

২২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন