বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা নিয়মিত খবর নিচ্ছি। উনি আগের থেকে অনেকটাই ভালো আছেন, মানসিকভাবে শক্ত আছেন এবং
শারীরিক অবস্থাও উন্নতির দিকে।”খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন। গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডন নেওয়া হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। এসব পরীক্ষা শেষ হলে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করা হবে।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা এবং হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। দেশে উন্নত চিকিৎসার সুযোগ সীমিত হওয়ায় তাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএনপি। লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন।
৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫