Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

কবে বিয়ে করছেন, জানালেন সুস্মিতা

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো অবিবাহিত সুস্মিতা সেন। দুই সন্তানকে দত্তক নিয়েছেন। ‘সিঙ্গেল মাদার’-এর ভূমিকায় তিনি অতুলনীয়। বলিউডের গ্ল্যামার ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবুও কেন তিনি অবিবাহিত? এই প্রশ্ন বারবার তাকে বিদ্ধ করে।


সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন সুস্মিতা সেন। এ সময় তিনি স্টারডমকে দূরে রেখে ভক্তদের বিভিন্ন

প্রশ্নের উত্তর দেন।


ভক্তরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। কিন্তু তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো শুধু বললেই হয় না। দুটি মনের মিলন ঘটাতে হলে রোমান্টিক সম্পর্ক দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে, সেদিনই বিয়ে করে নেব।’


সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে এক ভক্ত তাকে নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করতে অনুরোধ করেন। কোনো রকম আপত্তি না করেই সাবেক বিশ্বসুন্দরী তার মনের কথা খুলে বলেন।


তার কথায় এক বিষয় স্পষ্ট, বিয়ের ইচ্ছে তার প্রবল, শুধু সঠিক পাত্রের অভাব! ইতিমধ্যে তার নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের মতো ব্যক্তিদের সঙ্গে।


২০২১ সালে সুস্মিতা রহমান শলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন। ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে ‘বেটারহাফ’, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন। তবে পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম ও ছবি সরিয়ে ফেলেন।


সুস্মিতাকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-তে। সিরিজের তিনটি পর্বই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন