ছুটি কাটাতে চীন সফরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। ২৯ নভেম্বর তার মৃত্যুর খবর পাওয়া যায়।
জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) ইউহা সিউল হসপিটালের ফিউনারেল হলে পার্ক মিন জের শেষকৃত্যের আয়োজন করা হবে।
অভিনেতার সংস্থা বিগ টাইটেল গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পার্কের মৃত্যুর খবর শেয়ার করে লিখেছে, ‘অভিনয়কে ভালোবাসতেন এমন
একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর পার্কের অভিনয় দেখতে পাব না, তবে তাকে আমরা সবসময় মনে রাখব।’এছাড়াও, পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।’
১৯৯২ সালে জন্মগ্রহণ করা পার্ক মিন-জে ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর তিনি ‘কোরিয়া-খিতান ওয়্যার’, ‘মি.লি’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’, ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫