বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার-থ্রি’ মুক্তি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কবে পর্দায় দেখা দিচ্ছেন ভাইজান-এ নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। ভক্তদের কথা চিন্তা করে ২০২৩ সালের ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘টাইগার-থ্রি’ মুক্তির তারিখ ঘোষণা করেন সালমান। কিন্তু শেষতক কথা রাখতে পারলেন না। আবারও পেছাল ভাইজানের পর্দার আসার তারিখ। ঈদুল ফিতরে নয়, আগামী দীপাবলিতে মুক্তি
দেওয়া হবে সিনেমাটি। নতুন এ ঘোষণাটি টুইট বার্তায় জানিয়েছেন সালমান খান। টুইটারে সালমান লিখেছেন, ‘টাইগারের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। দীপাবলি ২০২৩! আপনার কাছাকাছি বড় পর্দায় যশরাজের ৫০তম সিনেমা ‘টাইগার-থ্রি’ উপভোগ করুন।’অবশ্য এখনো পর্যন্ত দীপাবলিতে নতুন কোনো বড় সিনেমার মুক্তির ঘোষণা আসেনি। যদিও ধারণা করা হচ্ছে, কমল হাসানের ‘ইন্ডিয়ান-টু’ মুক্তি ওই সময় পেতে পারে। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ হয়নি। তাই বোঝা যাচ্ছে, এককভাবে দীপাবলিতে ভক্তদের সামনে আসছেন বলিউড ভাইজান। মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার-থ্রি’, সালমান এবং ক্যাটরিনা কাইফকে কিছু কঠিন স্টান্ট করতে দেখা যাবে। বেশ ঝুঁকি নিয়েই এ দৃশ্যগুলো নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসাবে থাকছেন শাহরুখ খান। একটি বিশেষ ক্যামিওতে পর্দায় দেখা যাবে তাকে।
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫