বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সিনেমার ক্যারিয়ার যেন ফ্লপের বন্যায় ভেসে যাচ্ছে। একের পর এক ব্যর্থতার মুখ দেখছে তার ছবি। ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’—এই তালিকাটি বেশ দীর্ঘ। তবে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘স্কাই ফোর্স’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কিছুটা হলেও আশা জাগিয়েছে।
এমন
পরিস্থিতিতে নতুন এক খবর আলোচনায় এসেছে। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভালিতে থাকা নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অবস্থিত ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি ছিল অত্যাধুনিক। তিনটি ঘর, স্টুডিও ও দৃষ্টিনন্দন অন্দরসজ্জা সমৃদ্ধ সেই অ্যাপার্টমেন্টটি তিনি প্রায় আড়াই কোটি রুপিতে কিনেছিলেন। সম্প্রতি সেটি বিক্রি করেছেন ৪.২৫ কোটি রুপিতে।একসময় বলিউডে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। তার ছবি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের সেই উন্মাদনা যেন অনেকটাই ম্লান। প্রশ্ন উঠছে, সমস্যাটা কি কন্টেন্টে, নাকি অভিনয়ের নির্বাচনে?
তবে ফ্লপের ধাক্কা সত্ত্বেও অক্ষয়ের হাতে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে। তবুও কেন বোরিভালির মতো একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন তিনি?
বোরিভালির বাড়ি বিক্রি করলেও অক্ষয়-টুইঙ্কল জুহুতে তাদের সমুদ্রতীরবর্তী বাংলোতেই থাকেন। দৃষ্টিনন্দন সেই বাংলোতে উদ্যানের মতো পরিবেশ তৈরি করেছেন তারা। এছাড়া গোয়ার পর্তুগিজ স্টাইলের একটি ভিলাতেও মাঝে মাঝে পরিবারের সঙ্গে সময় কাটান এই তারকা দম্পতি।
এছাড়াও কানাডাতে বিপুল সম্পত্তি রয়েছে অক্ষয়ের। এত সম্পত্তির ভিড়ে হয়তো বোরিভালির এই অ্যাপার্টমেন্টটি তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে।
বলিউডের এই খিলাড়ি আগামীতে আবার দর্শকদের মন জয় করতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫