ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র বাকি মাস তিনেক। তামিম ইকবালের নেতৃত্বে এই আসরে ভালো কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু তামিমের ভঙ্গুর ফিটনেস সেই স্বপ্নে কিছুটা কাঁটার মতো বিঁধছে।
প্রত্যেকটা সিরিজের আগেই যে আলোচনায় তামিমের ফিটনেস। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট কোমরের চোটে খেলতে পারেননি, তবে ওয়ানডে সিরিজের আগেই ফিট হবেন এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ জানালেন, ম্যাচে খেলার জন্য শতভাগ ফিট নন তিনি। তাই নিজের অবস্থা বুঝতে খেলছেন প্রথম ওয়ানডেটি। প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচকে 'ফিটনেস টেস্ট' -এ পরিনত করায় তামিমকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কেউই স্বাভাবিকভাবে নেননি বিষয়টি। আফগানদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরুর পর পরিস্থিতি আরও ঘোলাটে।
এমন হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক। সংবাদ সম্মেলনে আসেন এই ম্যাচে দলের সেরা পারফর্মার তাওহিদ হৃদয়।
কিন্তু ম্যাচের পর বুধবার (৫ জুলাই) রাতেই তামিম বাড়িয়ে দিয়েছেন কৌতূহল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। বিসিবি বা দলের মাধ্যমে নয়, তামিমের এই সংবাদ সম্মেলনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ডাকা। তাই কৌতূহলও জাগছে অনেক বেশি। বড় কোন ঘোষণা কী দিতে চলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক?
আজ দুপুর ১২টায় ডাকা সংবাদ সম্মেলনে কী বলবেন তামিম? কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চলেছেন ওয়ানডের দলপতি? সে বিষয়টা সংবাদ সম্মেলনের জন্যই তুলে রেখেছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে, বড় কোন ঘটনা ঘটতে যাচ্ছে আজ।
বিশ্বকাপের আগে অধিনায়কের ফিটনেস ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম ওয়ানডের আগে অধিনায়কের অমন বক্তব্যে দারুণ চটেছেন কোচ ও বিসিবি সভাপতি। একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, 'এটি তো আর পাড়া-মহল্লার ম্যাচ নয়। আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে, খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না!'
শুধু তাই নয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তামিমকে পরিষ্কারভাবে জানাতে হবে কোন পর্যায়ে আছেন তিনি। অধিনায়কের ফিটনেস নিয়ে যে ম্যানেজমেন্ট চিন্তিত, তার আভাস তো মিলছে পাপনের কথাতেই। বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ পর্যন্ত সময় পাচ্ছে বাংলাদেশ। তার আগেই অধিনায়ক নিয়ে নিশ্চিন্ত হতে যায় ম্যানেজমেন্ট। এমন অবস্থায় তামিমকে নিয়ে বোর্ডে দুই ধরনের কথাই চলছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে কি তাই তামিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবেন নাকি কোমরের চোটে ত্যক্তবিরক্ত তামিম আরও বড় কোন ঘোষণা দিতে চলেছেন? - জানতে আজকের সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই।
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫