Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

জরায়ু ক্যানসার প্রতিরোধে টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জরায়ু ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা নিয়ে অনেক অপপ্রচার চলছে এবং এ বিষয়ে নানা মতামত দেওয়া হয়েছে। তিনি মনে করেন, অপপ্রচার নতুন কিছু নয়; অতীতে ফ্যামিলি প্লানিং এবং ডায়রিয়া প্রতিরোধে কাজ করার সময়ও এমন অবস্থা ছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এসব অপপ্রচার মোকাবেলার মূল চাবিকাঠি। মানুষের

সচেতনতা বৃদ্ধি করা গেলে যে কোনও বাধাই অতিক্রম করা সম্ভব।


রবিবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।


তিনি আরও বলেন, “আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিভাগের কর্মকর্তা, শিক্ষকদের মতো বিভিন্ন অংশীদারের সাথে এইচপিভি টিকা কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে আলোচনা করেছি।”


এইচপিভি টিকা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই কার্যক্রমে ইতোমধ্যে ২৫ লাখ টিকা প্রদান করা হয়েছে। সবার সহযোগিতায় বাকি সময়ের মধ্যে ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।


ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশের প্রত্যেকটি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রতিটি হাসপাতালে ডেঙ্গুর জন্য বিশেষ ফোকাল কর্মকর্তা নিয়োগ ও আলাদা ইউনিট গঠন করা হয়েছে। তিনি বলেন, “গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। তবে আমরা থেমে নেই, ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু আরও কমানোর চেষ্টা চলছে।”


তিনি আরও বলেন, “ছাত্র-জনতা সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। যেখানে ময়লা-আবর্জনা বা পানি জমে আছে, সেসব স্থান পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। আমরা যদি একসঙ্গে এগিয়ে আসি, ডায়রিয়া বা কলেরার মতো ডেঙ্গুর প্রকোপও কমে আসবে।”


পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার ডা. চিরঞ্জিত দাস, ইউনিসেফের প্রতিনিধি ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ আরও অনেকে।

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন