Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ব্যাংকে লাইন দিয়ে আয়কর দিতে হবে না: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



এখন থেকে ব্যাংকে লাইন ধরে নয়, ঘরে বসেই আয়কর জমা দেওয়ার সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই আয়কর ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা করেছি।


সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো একটি ভিডিও

বার্তায় তিনি এ কথা বলেন।


ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানিকে অনলাইনে আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।


তিনি জানান, কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবে, তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এ জন্য জেলায় জেলায় প্রতিযোগিতার আয়োজন করার আহ্বানও জানান তিনি।


এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন