Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শিক্ষা

জোরপূর্বক শোডাউন-র‌্যাগিং হলে বয়কট করুন: কেন্দ্রীয় শিবির নেতা

কুবি প্রতিনিধি:
২৩ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করেছে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। এতে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “যদি ক্যাম্পাসে জোরপূর্বক শোডাউন, গেস্ট রুম বা র‌্যাগিং কালচার চালু হয়, তাহলে ছাত্রশিবিরকেও বয়কট করবেন।”


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল

৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সপ্নচূড়া রিসোর্টে এই আয়োজন করে কুবি শাখা ছাত্রশিবির। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ৮ শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়।


বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রবান্ধব কাজ করে এসেছে এবং করবে। কিন্তু আদর্শগতভাবে পরাজিত বাম শক্তি শিবিরকে থামাতে চায়, সহযোগী ছাত্রলীগও একই চেষ্টা করছে। দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করে ব্যক্তিস্বার্থ হাসিল করেন, উন্নয়ন করেন না। নবীন ভাইদের বলছি, জীবনের টার্গেট ঠিক করে স্টাডি ও লাইফস্টাইল সাজাতে হবে। সময় নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বন্ধু নির্বাচনে সচেতন থাকতে হবে।”


তিনি আরও বলেন, “মহান আল্লাহ আমাদের সৃষ্টির সেরা বানিয়েছেন, উদ্দেশ্য তাঁর ইবাদত করা। তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে জীবনে আল্লাহর কাজে লাগতে হবে।”


কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী ও সমাপনী বক্তব্য দেন কুবি শাখা সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মো. হায়দার আরিফ। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কুবি শাখার সাবেক সভাপতি শাহাদাত হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

২৩ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন