Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বিশ্ব

ইউক্রেনের দুই ট্রেনে রাশিয়ার বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
# ফাইল ফটো



ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি স্টেশনে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ট্রেন। এতে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, মস্কো প্রায় প্রতিদিনই ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সর্বশেষ সুমির শোস্তকা স্টেশনে

হামলাকে “বর্বর” বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘বেসামরিক মানুষের ওপর যে হামলা হচ্ছে, এটা রুশদের অজানা নয়।’


স্থানীয় প্রসিকিউটররা বলেন, ধ্বংসস্তূপের একটি বগিতে ৭১ বছর বয়সী একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলটি রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত।


ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ‘রাশিয়া পরপর দুটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়, প্রথমে স্থানীয় একটি যাত্রীবাহী ট্রেনে এবং তারপরে কিয়েভের দিকে যাওয়া অপর একটি ট্রেনে।


টেলিগ্রামে এক বার্তায়, সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্টেম কোবজার বলেন, ‘আহতরা ট্রেনের যাত্রী ছিলেন। উদ্ধারকারী, চিকিৎসক এবং সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’ এছাড়া আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভ ঘটনাস্থলে জ্বলন্ত যাত্রীবাহী গাড়ির একটি ছবি পোস্ট করেছেন।

২০ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন