Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ৩৪ জন

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত হয়েছেন। এই ঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কানসাসে এই ঝড়ে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫টিরও বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।


পাওয়ারআউটেজ ট্রাকারের তথ্য মতে, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা

পর্যন্ত মিশিগান, মিসৌরি, ইলিনয়সহ পাঁচটি রাজ্যে অন্তত ১ লাখ ৭০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডার প্যানহ্যান্ডেল অঞ্চলে টর্নেডো আঘাত হানতে পারে। এছাড়া মিসিসিপিতে ইতিমধ্যে টর্নেডোর আঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যটির গভর্নর জানিয়েছেন। এই অঞ্চলে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।


এদিকে, মধ্য মিসিসিপি, পূর্ব লুইজিয়ানা, পশ্চিম টেনেসি, আলাবামা এবং আরকানসাসের কিছু এলাকায় আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিসেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আকস্মিক বন্যা প্রাণঘাতী হতে পারে। এছাড়া শনিবার রাতে আলাবামার ওপর দিয়ে একাধিক টর্নেডো বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। ঝড় শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ না করার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন