Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৫২ জন নিহত

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এই হামলা বৃহস্পতিবার (২১ নভেম্বর) চালানো হয়। লেবাননের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরাইল এ ধরনের হামলা চালিয়েছে।


মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন সম্প্রতি লেবানন সফর করেন। সেখানে তিনি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা

করেছেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।


লেবাননের ওই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে। বিশেষ করে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা দ্রুত প্রত্যাহারের নিশ্চয়তা চাওয়া হয়েছে।


গাজায় দীর্ঘ এক বছর ধরে চলমান সংঘর্ষে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।


লেবাননের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাছের খদর জানান, ইসরাইলি হামলায় বালবেক অঞ্চলে ৫২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটি মূলত হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।


সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে ইসরাইলি হামলা শুরু হলে বহু বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।


ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এর আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।


ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, বৈরুতের দক্ষিণ শহরতলী, দক্ষিণ উপকূলীয় শহর টাইর এবং এর আশপাশের এলাকাগুলোতে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়।


এএফপিটিভির ফুটেজে দেখা গেছে, দক্ষিণ শহরতলী থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। সাধারণত ঘনবসতিপূর্ণ এই এলাকাটি বর্তমানে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে।


লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩,৫৮৩ জন নিহত এবং ১৫,২৪৪ জন আহত হয়েছেন।


সূত্র: রয়টার্স

২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন