Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

শিক্ষা

চবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

কুবি প্রতিনিধি:
৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের দ্বারা চলমান হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।


রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 


এ সময় তারা হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান ও বক্তব্য দেন। শ্লোগানে তারা বলেন ‘ধিক্কার ধিক্কার, ইন্টেরিম ধিক্কার; চবিতে হামলা

কেন, ইন্টেরিম জবাব দে; চবিতে যখন হামলা করে‚ ইন্টেরিম কী করে, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’। 


ফার্মাসী বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন‚ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে হামলা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই ইন্টেরিমকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, পুলিশ আছে। এতগুলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে সস্ত্রাসীরা কিভাবে মাথাচারা দিয়ে উঠে! এই যে জলপাই কালারের পোষাকধারী সেনাবাহিনী টহল দিয়ে বেড়ায়‚ অথচ তারা আমাদের নিরাপত্তা দিতে পারে না। তাহলে তাদের কী রাইট আছে এভাবে টহল দেয়ার! আমরা এ প্রশাসনকে ধিক্কার জানাই, এই একম একটা প্রশাসন তারা কী করে বেড়ায়! তারা ঐদিন নূর ভাইয়ের উপর হামলা করেছে‚ কিন্তু আজকে আমাদের নিরাপত্তা দিতে পারছে না।’


উল্লেখ্য‚ শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে চবির কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা করে এলাকার লোকজন। এ ঘটনার জের ধরে রবিবার সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটলে দফায় দফায় চবি শিক্ষার্থীদের উপর হামলা করে এলাকাবাসী। এতে আনুমানিক ৭০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে।

৫ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন