Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

ইরানি নেতা আয়াতুল্লাহ সোলেইমানি বন্দুক হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
১৬ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

ইরানের প্রভাবশালী শিয়া মুসলিম ধর্মগুরু এবং শক্তিশালী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্য আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানি উত্তর ইরানে একটি ব্যাংকে বন্দুক হামলায় নিহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানি ইরানের মাজানদারান প্রদেশের বাবোলসার শহরের একটি ব্যাংকে ব্যক্তিগত ব্যবসার জন্য যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।

এরপর হাসপাতালে নেয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছরের বেশি।


ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐতিহ্যবাহী গাঢ় পোশাক ও সাদা পাগড়ি পরে ধর্মগুরু আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানি ব্যাংকের ভেতরে একটি চেয়ারে বসে আছেন। এমন সময় নীল এবং সাদা ইউনিফর্ম পরা একজন মধ্যবয়সী ব্যক্তি একটি সাবমেশিনগানসহ পিছন থেকে তার দিকে হাঁটতে থাকে এবং তার পিঠে একাধিক গুলি চালায়।

আয়াতুল্লাহ সোলেইমানি ছিলেন মুসলিম ধর্মীয় বিশেষজ্ঞদের ৮৮ জন আলেমদের একজন এবং ধর্মীয় সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা। এর আগে তিনি বর্তমান মুসলিম সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের অস্থিতিশীল দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে ১৭ বছর দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে তিনি পদত্যাগ করেন। অনেকেই তাকে কট্টরপন্থি হিসেবে অভিহিত করে থাকেন।


পুলিশ জানিয়েছে, আক্রমণকারী হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। হামলাকারী ব্যাক্তি ওই ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তবে তার হামলার উদ্দেশ্যটি এখনও অস্পষ্ট।

১৬ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন