নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অবৈধ অভিবাসী, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অঙ্গীকার করেছেন যে, এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সমস্ত আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে, চীনের আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এমন হুমকির পরই গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, ট্রুডোকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে বের হতে দেখা গেছে। সেখান থেকে তিনি ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে যান।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করতে ট্রুডো মার-এ-লাগোতে গেছেন। তবে এ বিষয়ে ট্রুডোর কার্যালয় কিংবা ট্রাম্পের প্রতিনিধিদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্স আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডার অর্থনীতি ধীরগতির মধ্যে রয়েছে এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। এ কারণে ট্রুডোর জনপ্রিয়তাও হ্রাস পেয়েছে। এরমধ্যে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের হুমকি দেশটির অর্থনীতির জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫