Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

বড়দিনে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এটিকে ‘অমানবিক’ বলে বর্ণনা করেছেন।


এই হামলায় খারকিভে ছয়জন আহত এবং নিপ্রোপেত্রোভস্ক শহরে একজন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার ফলে খারকিভে প্রায় পাঁচ লাখ মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কিয়েভের কিছু অংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন

হয়ে গেছে।


জেলেনস্কি বলেন, ‘পুতিন ইচ্ছাকৃতভাবে বড়দিনে আক্রমণের জন্য এই সময়টিকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউট সৃষ্টি করতে চাচ্ছে।’


ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন যত দ্রুত সম্ভব।


এই কাজের প্রশংসা করে জেলেনস্কি বলেন, ‘এ মুহূর্তে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’


তিনি সবাইকে সর্বাধিক চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ নষ্ট করতে পারবে না।’


সূত্র: বিবিসি

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন