হাসান মেহেদী এক যুগের বেশি সময় ধরে লেখালেখিতে সচল। দীর্ঘ সময় ধরে লিখছেন দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাহিত্য সাময়িকীতে। মাঠ সাংবাদিকতায় ছিলেন অর্ধযুগেরও বেশি সময় ধরে। বর্তমানে 'সকালের আলো' এর চট্টগ্রাম প্রতিনিধি ও 'উপনগর' এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের সাহিত্য সম্পাদক। দীর্ঘদিন ধরে কবিতা, গল্প ও প্রবন্ধ
লেখালেখি করে গেলেও ২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রবন্ধগ্রন্থ 'নজরুল-সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ' একক গ্রন্থটি নিয়ে নতুন পরিচয়ে তিনি পাঠকের সামনে হাজির হয়েছেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে দেশে বিদেশে অনেক গবেষণাই হয়েছে এবং হচ্ছে। সবসময়ই তিনি বাংলাদেশের জন্য নানাভাবে প্রাসঙ্গিক, বিশ্ববাসীর জন্যও। মানবতার ক্রান্তিলগ্নে নজরুল নানাভাবে ফিরে ফিরে আসেন। নজরুলপাঠ ব্যাপক ও বিস্তৃত। এই গ্রন্থের নজরুল বিষয়ক পাঁচটি প্রবন্ধে নজরুলকে লেখক ভিন্ন ভিন্ন দৃষ্টিতে পাঠ করার চেষ্টা করা হয়েছে। নজরুলের সাথে চট্টগ্রামের সম্পর্ক আবিষ্কারের চেষ্টাও লক্ষণীয়। বাকি প্রবন্ধগুলো সমসাময়িক ও বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে।
প্রাসঙ্গিক হিসেবে পরিশিষ্টে 'বিদ্রোহী' কবিতার পূর্ণপাঠ ও নজরুলের সংক্ষিপ্ত জীবনপঞ্জিও সন্নিবেশিত করেছেন লেখক।
সব মিলিয়ে গ্রন্থে মোট এগারোটি প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে। লেখার বিষয় হিসেবে বাংলা সাহিত্যের অনিবার্য নাম কাজী নজরুল ইসলাম, সাহিত্যের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আর সমসাময়িক বিষয়কে লেখক বাছাই করেছেন৷ বিষয় হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধকালীন ভূমিকা। প্রবন্ধ হিসেবে বিষয়গুলোর গুরুত্ব আছে। গ্রন্থভূক্ত প্রবন্ধগুলো সংখ্যায় কম আর লিখিত প্রবন্ধগুলোও অপ্রয়োজনীয় মেধহীন। স্বল্প পরিসরে প্রবন্ধকার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই বিবেচনায় আলোচিত বিষয়গুলো সাহিত্যের পাঠক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেশ দরকারী বলা যায়। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত প্রবন্ধগুলোতে সাধারণ পাঠকও প্রয়োজনীয় অনেক তথ্য পাবেন।
গ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার 'মনন প্রকাশ'। দৃষ্টি নন্দন প্রচ্ছদ এঁকেছেন ইফতেখার হোসেন সোহেল।
৯৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৪০ টাকা।
বলা যায় গ্রন্থভূক্ত প্রবন্ধগুলো পাঠকের জন্য সুখপাঠ্য হবে।
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫