তনু সাদা, হৃদয় কালা
অন্তরে অহংকার, সংসারে জ্বালা।
তনু কালা, হৃদয় কালা
জীবন গাঁথা দুঃখের মালা।
তনু কালা, হৃদয় সাদা
নির্মোহ অন্তর, লাগে না নিরবে কাঁদা।
তনু সাদা, হৃদয় সাদা
দুইয়ের মিলনে জীবন আলাদা।
দম্ভ ভঙ্গ করে চালাই নিত্য শেখার ভেলা
আলোর দিশায় জীবন যেন সুখের মেলা।
যদি থাকে সরল মন আর জ্ঞানের পিপাসা,
জগত, জীবন, সমাজের ভাবনা ও জিজ্ঞাসা,
আর দমন করতে যদি পার ষড় রিপুর
জীবনে
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫