Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিল্প-সাহিত্য

"ভ্যালেন্টাইন কথন"

নাজমুল হুদা খান
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

"ভ্যালেন্টাইন কথন"

নাজমুল হুদা খান

এ গ্রহে আজ রঙের উৎসব,
ভালবাসার উৎসব, ফুলের উৎসব।
আজ ভ্যালেন্টাইন’স ডে।

দু’ সহস্র বছর আগের কথা;
রোম রাজ্যের সেনাদের
বিয়ে নিষিদ্ধের আইন হল;
বন্ধ হলো খ্রীষ্ট ধর্মের প্রচারও।

গোপনে বিদ্রোহ করলেন
চিকিৎসক ধর্মযাজক ভ্যালেন্টাইন।
শুধালেন বিয়ে রোধ,
মানবতার শ্বাস রুদ্ধ কানুন।

এ বাধ ভাংগার প্রত্যয়ে,
লুকিয়ে জুটি বাধালেন সেনাদের।
এক

দুই করে তা পৌঁছল
রাজ সভায় রাজার কানে।

আর রক্ষে নেই,
ভালবাসার ভ্যালেন্টাইনের জায়গা হল
জেলের অন্ধকার কুঠরিতে।

ভালবাসার হিতকর্ম থামেনি
চিকিৎসক ভ্যালেন্টাইনের।
দুস্থ কারারক্ষীর অন্ধ মেয়ের
চিকিৎসায় মন দিলেন এবার।
পৃথিবীর আলো দেখলেন সে নারী;
ভালবাসতেন ভ্যালেন্টাইনকেও।

ভালবাসা দিবস, ভ্যালেন্টাইন’স ডে;
যেভাবেই হোক -
ভালবাসা বেঁচে থাকুক,
ঋদ্ধিমান হোক মানবতা।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন