Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিশ্ব

এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলট আটকের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




ইরানের হেফাজতে আটক ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটের ছবি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তেহরান টাইমস।মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আটক পাইলটদের মধ্যে একজন নারী।


গত শুক্রবার ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে ইরান দুই পাইলটকে আটকের দাবি করে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত করেনি।


ইরান-ইসরায়েলের

মধ্যে চলমান উত্তেজনা ক্রমশ বাড়ছে। উভয় পক্ষের মধ্যে প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে, যা মধ্যপাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।


এদিকে, ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে একটি ‘সন্ত্রাসী গ্রুপ’কে আটক করেছে বলে দাবি করেছে। তাদের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা ইসরায়েলের পক্ষে কাজ করছিল এবং তাদের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হুমকি দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, ‘খামেনেয়ি সহজ লক্ষ্য। আমরা জানি সে কোথায় আছে, তবে এখনই তাকে মারব না।’ তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।


জবাবে খামেনেয়ি এক্স (সাবেক টুইটার) এ লিখেছেন, ‘হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।’ শিয়া মুসলিমদের প্রথম ইমাম হজরত আলী (রা.)-এর উপাধি ‘হায়দার’ উল্লেখ করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দেন।


এই সংঘাতের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে, যা বিশ্বব্যাপী শান্তির জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন