Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আইনজীবী হত্যায় `অভিযুক্ত` ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

এবার সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমারান খানকে আসামি করা হয়েছে। আর ৯ মে'র সহিংসতায় পরিকল্পনাকারীদের কঠোর আইনের বেড়াজালে আটকানোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী।

লাহোরের জামান পার্কের বাসা থেকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হত্যা মামলার বিষয়টি উঠে আসে।

হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইমরানের

দাবি, নিহত ব্যক্তিকে চেনেন না। বলেন, রাজনীতি থেকে সরাতে সেনাবাহিনী ও ক্ষমতাসীনদের ইশারায় এসব হচ্ছে।পাকিস্তানে জংলি শাসন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

গত মঙ্গলবার কোয়েটা এয়ারপোর্ট রোডে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল রাজ্জাক আততায়ীর গুলিতে নিহত হলে মামলা করেন তার ছেলে।

ইমরানের অভিযোগ, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সরব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজেদের স্বার্থে এসব বিষয়ে চুপ আছে।

এদিকে, ৯ মে ইমরানকে গ্রেফতার পরবর্তী সহিসংতায় জড়িতদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সেনাপ্রধান জেনারেল আসিম মুনীরের সাথে বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, সামরিক আইনের কঠোর প্রয়োগে সহিংসতার পরিকল্পনাকারীদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি দেয়া হবে।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন