Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই: ফখরুল

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


এসময় তিনি বলেন, সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে তার জানা নেই। তবে বিএনপির চেয়ারপারসন তারেক

রহমানের নির্দেশ রয়েছে যে, সন্ত্রাসী, গণহত্যা এবং দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেও বিএনপিতে নেয়া হবে না।


শীতার্তদের নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, "আমরা আশা করেছিলাম সরকার শীতার্তদের পাশে দাঁড়াবে, কিন্তু আমাদের চোখে তা দেখা যায়নি। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শীতার্তদের সাহায্যে এগিয়ে এসেছি।"


দলটির মহাসচিব আরও বলেন, "দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হবে। যে নির্বাচিত পার্লামেন্ট রয়েছে, সেটির মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় আমার জানা নেই।"


এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন