Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

জাতীয় যুব কাউন্সিলের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ আলম

স্টাফ রিপোর্টার
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

প্রথমবারের মতো অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত জাতীয় যুব কাউন্সিলের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও প্রমিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট যুব উদ্যোক্তা মাসুদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট যুব সংগঠক তানজিনুল ইসলাম।  

Daily Bangladesh Mirror

data-filename="45222846-1c94-45ea-b569-b6cff75f769e.jpeg" style="width: 100%;">

২৭ মে (শনিবার) ঢাকার মতিঝিলস্থ যুব ভবনে সকাল ৯ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৭ টি পদের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে দেশজুড়ে ছড়িয়ে থাকা জাতীয় যুব কাউন্সিলের মোট  ৭৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।   


সভাপতি পদে বিজয়ী মাসুদ আলম পেয়েছেন ৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিয় প্রাপন চক্রবর্তী পেয়েছেন ২৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী তানজিনুল ইসলাম পেয়েছেন ৪৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ অলি আহমেদের প্রাপ্ত ভোট ২৭। 


প্রথম সহ-সভাপতি পদে মোঃ তৌহিদুল ইসলাম এবং ২য় সহ-সভাপতি  হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহির ইকবাল। কোষাধ্যক্ষ পদে শরাবাত হোসেন রুবেল এবং দপ্তর সম্পাদক পদে শিরিন আক্তার আশা নির্বাচিত হয়েছেন। 


দেশের যুব সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই সরকারি সংগঠন যুব নেতৃত্ব তৈরি এবং যুবকদের দাবিদাওয়া এবং আকাঙ্ক্ষার কথা সরাসরি সরকারের নিকট পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করবে।


সভাপতি হিসেবে নির্বাচিত মাসুদ আলম তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য  যুব কাউন্সিলের সদস্যদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি প্রতিপক্ষ প্যানেলের সদস্যসহ যুব কাউন্সিলের সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন নিয়ে জাতীয় যুব কাউন্সিলের কার্যক্রমকে আরও বেগবান এবং ফল্প্রসু করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 


মাসুদ আলম প্রতিবেদককে বলে একটি অগ্রসর ও সমৃদ্ধশালী জাতি গঠনে যুবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন আমি আমার প্রতিষ্ঠান এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অসংখ্য যুবককে প্রশিক্ষিত ও উপার্জনক্ষম হিসেবে গড়ে তোলেছি। নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য দেশজুড়ে ছড়িয়ে থাকা যুবকদের আমি প্রেরণা যোগাচ্ছি এবং পৃষ্ঠপোষকতা করছি। জাতীয় যুব কাউন্সিলের সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানজনক এক অর্জন। এই অর্জন যুব সম্প্রদায়ের প্রতি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি যুবদের কল্যাণে আমার কার্যক্রমকে এখন আরও ব্যাপকভাবে সম্প্রসারিত করবো এবং দেশের যুব সম্প্রদায়ের দাবিদাওয়া, প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট পৌঁছে দেবো। জাতীয় যুব কাউন্সিলের সভাপতি হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন