Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মেজর লিগের অফসিজনে বার্সায় ফিরতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

.
ফর্মুলা ওয়ান রেসে 'পিট স্টপ' বলে একটা কথা প্রচলিত আছে। খেলা চলাকালে রিফুয়েলিংয়ের জন্য গাড়ি থামে। তাতে হালকা বিরতিও নেওয়া হয়। লিওনেল মেসি মেজর লিগ সকার থেকে এমন বিরতি নিয়ে ফিরতে পারেন বার্সেলোনায়। সেটা হতে পারে এ বছরের শেষে, নয়তো ২০২৪ সালের শেষ দিকে।

মুন্ডো দেপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ইংল্যান্ডের

কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্যাকহামের সহ-মালিকানাধীন ক্লাবটিতে যোগ দেবেন তিনি। ইন্টার মায়ামি নামের ক্লাবটির সঙ্গে মেসি তিন বছরের চুক্তি করবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী ভিত্তিতে বার্সেলোনায় ফেরার আলোচনা আগে থেকেই হয়ে আছে।

ফরাসি গণমাধ্যম লে'কিপের মতে, কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই মায়ামি মেসির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। শেষ পর্যন্ত সৌদির ক্লাব আল হিলালের প্রচেষ্টা বিফলে যায়, যখন মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটির প্রস্তাবে সায় দেন। আগামী মাসের মধ্যেই ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। আর সেখান থেকেই তিনি ধারে খেলতে যাবেন বার্সেলোনায়। এই বছরের শেষ দিকেই ক্যাম্প ন্যুতে তাকে দেখা যেতে পারে

তবে গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে এও বলেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকা শিরোপা রক্ষার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। সে সময় মেজল লিগ সকার (এমএলএস) এর অফসিজন। ধারণা করা হচ্ছে ঐ সময় আর্জেন্টিনার জার্সি গায়েই ব্যস্ত থাকবেন তিনি। টুর্নামেন্ট শেষ হলেই তিনি ধারে খেলতে যাবেন বার্সেলোনায়। তাই এই বছর আর সেই সম্ভাবনা নেই।

২০০৯ সালে বেকহ্যাম এলএ গ্যালাক্সি থেকে ধারে কয়েক মাসের জন্য এসি মিলানে খেলতে গিয়েছিলেন। বার্সায় মেসির প্রাক্তন সতীর্থ থিয়েরি হেনরি, ল্যান্ডন ডোনোভান ও ক্লিন্ট ডেম্পসিরা যেভাবে আমেরিকান ফুটবলের অফসিজনে অন্যত্র খেলতে গেছেন, মেসিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন।

এমএলএস-এ গত মৌসুম ষষ্ঠ হয়ে শেষ করেছিল ইন্টার মায়ামি। এ বছর তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার সবার নিচে। ১৬ ম্যাচ খেলে জয়ের দেখা মাত্র পাঁচটিতে। বাকি সব ম্যাচেই তারা ফিরেছে হার নিয়ে।

মেসির নতুন ক্লাবটিতে ফের সতীর্থ হতে চলেছেন সার্জিও আগুয়েরো। তিনি জানিয়েছেন মেসির প্রাথমিক লক্ষ্য ইস্টার্ন কনফারেন্স রক বটমে দলকে প্লে অফে তোলা। পাশাপাশি লিগের পয়েন্ট তালিকায় শীর্ষদের স্থান দখল করা। এটি অর্জন করতে হলে মায়ামিকে বহু কাঠখড় পোড়াতে হবে। চলতি মৌসুমে প্রত্যাশিত ফল না এলেও তার ঘুরে দাঁড়াতে চায় আগামী মৌসুমে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের নভেম্বরে মেসি ধারে খেলতে যেতে পারেন বার্সেলোনায়। সেখানে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলায়ও অংশ নিতে পারেন।

শেষ পর্যন্ত কথাবার্তা এমনই থাকলে আগামী শীতকালে অথবা ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্প ন্যুয়ের আঙিনায় দেখা যেতে পারে মেসিকে। তার শৈশবের ক্লাবে ফিরে যাবেন, নিজেকে নতুন করে ফিরে পেতে। যেভাবে ফর্মুলা ওয়ান রেসে 'পিন স্টপ' মুহূর্তে হয়।



১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন