Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

চলতি মাসেই মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




চলতি মাসেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি করে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে। ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনা প্যারাগুয়ের মুখোমুখি

হবে। এরপর ২০ নভেম্বর ভোর ছয়টায় পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।


প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্সে দেখা গেছে, সবশেষ ছয় ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে দুটি, একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে, আর তিনটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে পেরুর বিপক্ষে সবশেষ ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।


ব্রাজিলের খেলাগুলোতেও উত্তেজনা থাকবে। ১৪ নভেম্বর রাত ৩টায় তারা ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে, এবং ২০ নভেম্বর ভোর পৌনে সাতটায় খেলবে উরুগুয়ের বিপক্ষে। ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের শেষ ১৮ ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেলেও সাম্প্রতিক ম্যাচটি ড্র হয়েছিল।


সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জিং স্মৃতি।


১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই গ্রুপে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ১০ ম্যাচে ৫ জয়, ৪টি হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন