Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল ক্রিস্টিয়ানো রোনালদোর

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আগামীকাল বুধবার ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পেরিয়ে ৪০-এ পা রাখবেন। জন্মদিনের আগের দিন সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে তিনি শেষ ম্যাচ খেলতে মাঠে নামেন পর্তুগিজ এই তারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকেই জন্মদিনের উপহার দিলেন রোনালদো। আল ওয়াসলের বিপক্ষে এই ম্যাচে আল নাসর ৪-০ গোলে জয়লাভ করে।


ম্যাচে রোনালদো প্রথম গোলটি করেন ৪৪ মিনিটে

পেনাল্টি থেকে। এরপর ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে এক অসাধারণ হেডে তিনি করেন তার দ্বিতীয় গোল। এই ম্যাচে জোড়া গোল করে রোনালদো তার ক্যারিয়ারের মোট গোল সংখ্যা ৯২৩-এ নিয়ে গেলেন। হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ৭৭ গোল দূরে আছেন তিনি। বর্তমান ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে এই লক্ষ্য পূরণ তার জন্য কঠিন হবে না।


তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ১০০০ গোলের বিষয়ে খুব বেশি চিন্তা না করার কথা বলেছেন। তিনি বলেন, "যদি আমি এটা পাই, তবে সেটা দারুণ হবে। কিন্তু আমি এটা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছি না। এই বিষয়ে কথা বলা এখন বিরক্তিকর লাগছে।"


জন্মদিনের আগে গোল করে রোনালদো তার ভক্ত-সমর্থকদের জন্য নতুন একটি উদ্‌যাপনও উপহার দিয়েছেন। নতুন এই উদ্‌যাপনে তিনি প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন, তারপর হাত নিচের দিকে নামিয়ে আনেন।


এই ম্যাচে জোড়া গোল করে রোনালদো আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোল এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৬ গোল করেছেন। তার এই অসাধারণ পারফরম্যান্স ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন