গত কয়েক মাস ধরে বলিউডের মেগাস্টার সালমান খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এবার তাকে সপরিবারে হত্যা এবং তার বাড়ি ও গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকিপূর্ণ বার্তা পাঠানো হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরলি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিকে খুঁজে
বের করার চেষ্টা করছে, যিনি এই বার্তাটি পাঠিয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি সালমান খানের বাড়িতে প্রবেশ করে তাকে হত্যার হুমকি দিয়েছে। সেই বার্তায় তার গাড়ি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার কথাও উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ওরলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ হুমকি প্রদানকারীর ফোন নম্বর ট্র্যাক করার চেষ্টা করছে।
পুলিশ খতিয়ে দেখছে এই হুমকির পেছনে বিষ্ণোই গ্যাংয়ের কোনো ভূমিকা আছে কিনা। কারণ, দীর্ঘদিন ধরে এই গোষ্ঠী সালমান খানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। গত বছর সালমানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের জড়িত থাকার প্রমাণ মিলেছিল।
বিষ্ণোই গ্যাংয়ের সাথে সালমান খানের বিরোধের ইতিহাস অনেক পুরনো। 'হাম সাথ-সাথ হ্যায়' চলচ্চিত্রের শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই থেকে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত বছর সালমানের ঘনিষ্ঠ সহকারী সিদ্দিকি খুন হওয়ার পর তার নিরাপত্তা আরও কঠোর করা হয়।
এর আগে, সালমানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন বিষ্ণোই গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। মাঝে একবার বিষ্ণোই গ্যাং সালমানকে দুটি শর্তও দিয়েছিল— হয় কোনো বিষ্ণোই মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নতুবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দিতে হবে। তবে সালমান এই শর্ত মেনে নেননি বলে জানা গেছে।
ক্রমাগত হুমকির কারণে মহারাষ্ট্র সরকার সালমান খানের বাড়ির নিরাপত্তা বাড়িয়েছে। বর্তমানে তিনি ওয়াই+ ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন।
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫