বলিউডের অনেক তারকাই ধূমপানের আসক্তি থেকে মুক্তি পেয়েছেন প্রবল ইচ্ছাশক্তি ও মানসিক দৃঢ়তাকে হাতিয়ার করে। কেউ কেউ যোগব্যায়াম ও সম্মোহনবিদ্যার সহায়তা নিয়েছেন, আবার কেউ ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের কথা ভেবে। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হলেন বলিউডের কিং খান, শাহরুখ খান।
শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, আগে দিনে চার প্যাকেট সিগারেট না খেলে তার
চলত না। ছোট ছেলে আব্রাম জন্মের পরে তিনি ধূমপান ও মদ্যপান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি। ধূমপানের আসক্তি থেকে বেরোতে বারবার চেষ্টা করেও সফল হননি।এই আসক্তির জন্য তাকে বিভিন্ন সময়ে বিতর্কের সম্মুখীনও হতে হয়েছে। ধূমপান নিষিদ্ধ স্থানে ধূমপান করায় তিনি সমালোচনার শিকার হন। এমনকি চলতি বছরের আইপিএল-এর একটি ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সে বিশেষ বক্সে ধূমপান করতেও দেখা যায় তাকে, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
শাহরুখের অভ্যাসে ঘন ঘন ধূমপান, কালো কফি এবং কবাব ছিল সাধারণ। বহু বছর ধরে এভাবেই চলছে তার জীবন। যদিও তিনি মাঝে একবার ধূমপান ছাড়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিলেন।
অবশেষে, ৫৯তম জন্মদিনে শাহরুখ ঘোষণা করেছেন যে, তিনি চিরতরে ধূমপান ছেড়ে দিয়েছেন। তার ভাষায়, "ধূমপান ছাড়ার পর প্রথম দিকে কষ্ট হচ্ছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু এখন বেশ ভালো লাগছে।"
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫