বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিক নারী এসেছেন, আবার চলেও গেছেন। একসময় নায়িকাদের সঙ্গে তাঁর মাখো-মাখো প্রেমের নানা কথা শোনা যেত বিটাউনের অলিগলিতে। এরকমই এক প্রেমের উপাখ্যান শোনা গিয়েছিল অভিনেত্রী সোমি আলীর সঙ্গে। তবে এই প্রেমের ইতি মোটেও সুখকর ছিল না। তাই বিচ্ছেদের দীর্ঘ সময় পরও সোমি সালমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে সাবেক এ অভিনেত্রী
ভাইজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তবে সোমি সেই পোস্টটি আবার মুছেও দিয়েছেন।সালমানের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে বিভিন্ন অভিযোগ করেছেন সোমি। সালমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেসব অভিনেত্রীদেরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনও সমর্থন করেন!’’ এ ছাড়াও ভারতে তার অনুষ্ঠান বন্ধ করতে সালমানের ভূমিকা ছিল বলে জানিয়েছেন সোমি। যদিও তার বিরুদ্ধে অভিযোগ করা পোস্টটি পরে কোনো কারণ না জানিয়েই ডিলিট করে দেন এই অভিনেত্রী। কিন্তু ততক্ষণে তার পোস্টের স্ক্রিনশটটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম, এখন প্রায় শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে সালমান ও সোমির সম্পর্ক। অন্তত সোমির বিভিন্ন পোস্টে তা স্পষ্ট। এমনকি বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারেও সোমি সালমানের বিরুদ্ধে তোপ দেগেছেন।
সোমির নতুন এক পোস্টে সাড়া পড়েছে বিনোদন পাড়ায়। এ অভিনেত্রী ভাইজানের সঙ্গে তাঁর পুরোনো এক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে যে সালমান সোমিকে গোলাপ ফুল দিচ্ছেন। সোমি এই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘এখন অনেক কিছু হওয়ার বাকি। আমার অনুষ্ঠানকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা করে ধমকানো হচ্ছে। তুমি এক ভীতু মানুষ। এখানে আমাকে রক্ষা করার জন্য ৫০টা আইনজীবী দাঁড়িয়ে আছেন। তাঁরা আমাকে সিগারেটের ছ্যাঁকা ও শারীরিক অত্যাচারের হাত থেকে বাঁচাবেন। তুমি আমার সঙ্গে এসব কয়েক বছর ধরে করেছ’।
’’ সোমি তার পোস্টের হ্যাশট্যাগ দিয়েছেন বলিউডের শাহরুখ খান, সুস্মিতা সেন, পূজা ভাট, মহেশ ভাট, শোভা দে এবং নীনা গুপ্তসহ বিভিন্ন জনপ্রিয় তারকাদের।
উল্লেখ্য, সালমানের সঙ্গে ১৯৯৩ সাল থেকে টানা পাঁচ বছরের সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। যদিও কখনো এ সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে মুখ খোলেননি।
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫