Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল শাহরুখের ‘ডানকি’

বিনোদন ডেস্ক:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘ডানকি’। আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে এটি। খবরটি নিশ্চিত করেছেন এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।

তিনি বলেন, ‘আজ সোমবার মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাবো। আগামী বৃহস্পতিবার ছবিটি বাংলাদেশের সেন্সরে

জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে “ডানকি” বাংলাদেশেও মুক্তি পাবে।’

‘ডানকি’ নির্মাণ করেছেন বলিউডের সফলতম নির্মাতা রাজকুমার হিরানি। তার সঙ্গে প্রথমবার কিং খানের কাজ সেকারণে দর্শকের আগ্রহও তুঙ্গে। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি! তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতারা।

‘ডানকি’ প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে সিনেমার গল্প।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন