Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

কাকে নিয়ে ভালোবাসা দিবস কাটালেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের নাম সবসময়ই আলোচিত। একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন নায়িকার সঙ্গেও জুড়ে রয়েছে তার নাম। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন সালমান। তবে এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ৫৯ বছর বয়সেও ভাইজানকে নিয়ে আশাবাদী তার অনুরাগীরা। তাদের আশা, একদিন না একদিন

ঠিক মনের মানুষকে বিয়ে করবেন সালমান।


বিয়ে না করলেও সালমান বরাবরই প্রেমে থাকেন। তাই ভালোবাসা দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল, এই বিশেষ দিনটি তিনি কীভাবে কাটালেন? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সালমান।


সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সালমান জানিয়েছেন, ভালোবাসা দিবসে তিনি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। যদিও গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে তার সম্পর্কের কথা ইতোমধ্যে জানা গেছে। ভাইজানের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে ইউলিয়াকে দেখা গেলেও, ভালোবাসা দিবসে তাকে কোথাও দেখা যায়নি। সালমানের পোস্টে শুধুমাত্র তার পরিবারের সদস্যদেরই দেখা গেছে।


সালমান তার পরিবারের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে রয়েছেন তার বাবা সেলিম খান ও মা সালমা খান। এছাড়াও ছবিতে উপস্থিত ছিলেন তার ভাই আরবাজ খান, সুরা খান, সোহেল খান, আরহান খানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের সঙ্গে প্রেমের দিন কাটানোর মজা নিয়ে সালমান পোস্টের ক্যাপশনে লিখেছেন— "ফ্যামিলিটাইনস ডে"। ভ্যালেন্টাইনস ডে-কে ঘুরিয়ে এমন মজাদার ক্যাপশন দিয়েছেন ভাইজান।


উল্লেখ্য, বর্তমানে সালমান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত। সিনেমার শুটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন তিনি। তবে এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন অভিনেতা। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যা অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন