Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, “জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। আপনারা দ্রুত তারিখ ঘোষণা করুন। জনগণকে স্পষ্ট করে জানিয়ে দিন কবে নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”


মঙ্গলবার সকালে রাজশাহীর

শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ড. ইউনূস প্রসঙ্গে রিজভী বলেন, “ইউনূস সাহেব একজন গুণী মানুষ। তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। তবে কেউ যদি তাকে বিভ্রান্ত করেন, জনগণের মনে প্রশ্ন জাগবে।”


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, “মিথ্যাকে বেশিদিন ঢেকে রাখা যায় না। শেখ হাসিনা বলেছিলেন, ‘আমাকে কেনা যায় না।’ কিন্তু বাস্তবে তার গণতন্ত্র মানে ভোটারদের ভোট দিতে না দেওয়া। বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বাচনের সময় জেলে পুরে রাখাই ছিল তার গণতন্ত্রের নমুনা। ভোট কেন্দ্রে চতুষ্পদ প্রাণী বিচরণ করলেও ভোটারদের দেখা যেত না।”


তিনি বলেন, “শেখ হাসিনা একটি দেশকে সবসময় সমীহ করতেন। তিনি বলেছিলেন, ‘ভারতকে যা দিয়েছি, তা তারা সারাজীবন মনে রাখবে।’ কিন্তু সেই চুক্তিগুলো দেশের মানুষ জানে না। এই ‘পার্শ্ববর্তী দেশ’-এর প্রতি তার অনুগত আচরণ দেশের মানুষের জন্য কতটা ক্ষতিকর হয়েছে, তা ইতিহাস জানবে।”


রিজভী আরও বলেন, “আমাদের দেশে গণতন্ত্র থাকবে কি না, সেটাও নির্ভর করছে বাইরের শক্তির ওপর। আমরা চাই, জাতীয় সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা যান। কিন্তু এখন সেই জায়গায় নর্তকী ও শিল্পীরা উপস্থিত হচ্ছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার প্রয়োজন। তবে সংস্কারের নামে কালক্ষেপণ করলে হবে না। জনগণ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ অবাধ নির্বাচনের আশা আকাশের তারা বানিয়ে ফেলেছে। দ্রুত নির্বাচন দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।”

৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন