দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা দেশটির সাংবিধানিক ইতিহাসে প্রথম।
সোমবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত দলগুলোর সদর দফতর এক বিবৃতিতে জানায়, বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের
অভিযোগে ইউন সুক-ইওলকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে।এর আগে, গত ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারির ঘটনায় ইউন সুক-ইওলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এর ফলে, ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিশংসিত হন।
এই পরিস্থিতি দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এটি দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫